তামিমকে নিয়ে বিসিবির বৈঠক, নতুন সিদ্ধান্ত আসছে?
তামিম ইকবালকে নিয়ে আবারও বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেটে বুধবার (৮ জানুয়ারি) তামিমের সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকারসহ ঊর্ধ্বতনরা। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে তামিমকে নিয়ে জরুরি এই সভার আয়োজন।
দেশসেরা ওপেনার তামিম সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর দেড় বছরের বেশি সময় পার হলেও আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরবেন তামিম, এই আশায় ভক্তরা। যদিও তামিম জানালেন ভিন্ন কিছু।
জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে, সম্প্রতি এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে।
শুধু তা-ই নয়, চলমান বিপিএল শুরুর আগে তামিম বলেছিলেন, ‘এই মুহূর্তে বিপিএলের জন্য তৈরি হচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সঙ্গে কোনো আলোচনা হয়েছে, না আমি কারও সঙ্গে আলোচনা করেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তাভাবনা নেই।’
বিসিবির আজকের বৈঠকের পর জানা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম থাকছেন কি না। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
এর আগে ১২ জানুয়ারির মধ্যে আইসিসিকে ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দেবে বিসিবি। তামিমকে দলে চান নির্বাচকরা, কিন্তু তামিম নিজে কি চান দলে থাকতে?
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News