হেলসকে যে তিক্ত ঘটনা মনে করিয়ে দিয়েছেন তামিম
অবিশ্বাস্য ব্যাটিংয়ে গতকাল রংপুর রাইডার্সকে ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। শেষ ওভারে ৩ চার ও ৩ ছক্কায় ৩০ রান নিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তবে তার এই কীর্তি ছাপিয়ে গতকাল আলোচনায় ছিল তামিম ইকবাল ও অ্যালেক্স হেলসের মধ্যে উত্তেজনা।
মাঠের খেলা শেষ তখন, তবে বাকি ছিল আনুষ্ঠানিকতা। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে হাত মেলাচ্ছিলেন রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ক্রিকেটাররা। তখনই টেলিভিশনের পর্দায় দেখা গেল, চরম রেগে গেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। স্পষ্ট বোঝা না গেলেও কারো দিকে তেড়ে যাচ্ছিলেন তামিম। পরে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানসহ উপস্থিত কয়েকজন তাকে সরিয়ে নেন।
প্রথমে জানা যায়, করমর্দনের সময় হেলসের মুখভঙ্গি ভালো লাগেনি তামিমের। বিষয়টি তার কাছে অপমানজনক মনে হয়েছে। এসময় হেলসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় তামিমের। হেলসকে নাকি তামিম বলেছেন, ‘এরকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’
পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন হেলসও। তামিম তার সঙ্গে বাজে আচরণ করেছেন বলে অভিযোগ এই ইংলিশ ব্যাটারের। বাংলাদেশ ওপেনারের আচরণে তিনি লজ্জিত ও বিরক্ত বলেও জানালেন।
বেসরকারি এক টিভি চ্যালেনকে দেওয়া সাক্ষাৎকারে হেলস বলেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ ছিল। সে আমার কাছে এসে বলল– ‘‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’
বিপিএলে ৬ ম্যাচের জন্য এসেছিলেন হেলস। এই ছয় ম্যাচের সবকয়টিতেই জিতেছে রংপুল। ব্যাটে রানের বন্যা বইয়ে দিয়েছেন এই ইংলিশ তারকা। ৬ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ২১৮ রান করেছেন তিনি। রান তোলার দিক থেকে বর্তমানে সতীর্থ সাইফ হাসানের পরের অবস্থানেই ইংল্যান্ড জাতীয় দলে খেলা এই ওপেনার। পঞ্চাশের ওপর গড় ও দেড়শ’র ওপর স্ট্রাইকরেট রেখে এই রান করেছেন তিনি।
বিপিএল ত্যাগ করার আগে বেশ তিক্ত স্মৃতি নিয়েই দেশ ছাড়লেন হেলস। তবে বাংলাদেশের সমর্থকদের আচরণে মুগ্ধ ইংলিশ এই ব্যাটার। বারবার এই দেশে আসতে চান তিনি। বলেন, ‘এটা চমৎকার। এখানকার সমর্থকরা বিশ্বের অন্যতম সেরা। তারা সব সময় আমাদের জন্য গলা ফাটায়। সমর্থন করে। সবাইকে ধন্যবাদ দিতে চাই।’
নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট এই তারকা, ‘এটা অবশ্যই ভালো লাগার, আমি ব্যাটে রান পাচ্ছি। দলও দারুণ করছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক টানা ৬ ম্যাচ জেতা সত্যি অসাধারণ। দারুণ ১০টা দিন কাটিয়েছি। আমার মনে হয় স্কিলফুল বোলার আছে দলটায়। পেসার, স্পিনার, ব্যাটার সবাই ভালো ফর্মে আছে। এখানে আসলে ভালো লাগা কাজ করে। বিপিএলের মানও উন্নত হয়েছে। অন্য বিপিএলের তুলনায় এবার অনেক পেসার দেখছি। এর আগে স্পিনাররা রাজত্ব করতো। এখন ভালো স্পিনারের সাথে ভালো পেসারও আছে। ব্যাটার হিসেবে বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে।’
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News