বাংলাদেশকে ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বললেন ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশকে ভারতের জন্য "কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ" বলে মন্তব্য করেছেন। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, "বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি যেসব কথা বলেছেন, তার সুরেই বলতে চাই—যেমন ভারত বাংলাদেশের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশও আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের সীমান্তের বেশিরভাগই ভারতের সঙ্গে সংযুক্ত এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট একটি অংশ মিয়ানমারের সঙ্গে রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই।"
ভারতীয় সেনাপ্রধান উল্লেখ করেন, "বাংলাদেশে যখন ক্ষমতার পরিবর্তন ঘটেছিল, তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আসছি। এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমেও আমরা আলোচনা করেছি।"
সামরিক সহযোগিতা প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, "যেসব সামরিক কার্যক্রম আগে চলত, সেগুলো আগের মতোই চলছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশে এনডিসিতে (ন্যাশনাল ডিফেন্স কলেজ) অংশগ্রহণ করছেন। তবে যৌথ সামরিক মহড়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তা আবার শুরু হবে।"
গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর মধ্যেই ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ প্রসঙ্গে তার বক্তব্য তুলে ধরেন।
বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী আরও বলেন, "বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। তবে সেনাবাহিনীর পর্যায়ে দুই দেশের সম্পর্ক এখনো ভালো এবং যথাযথ রয়েছে।"
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News