ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
Publish : 08:20 AM, 14 January 2025.
Digital Solutions Ltd

তালা ভেঙে চেয়ারম্যানকে পরিষদে আনলেন নারীরা

Publish : 08:20 AM, 14 January 2025.
তালা ভেঙে চেয়ারম্যানকে পরিষদে আনলেন নারীরা

তালা ভেঙে চেয়ারম্যানকে পরিষদে আনলেন নারীরা

নিজস্ব প্রতিবেদক :

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের তালা ৯ দিন পর ভেঙে দিয়েছেন কয়েকশ নারী। গতকাল সোমবার সকালে তারা হাতুড়ি দিয়ে তালা ভাঙেন। পরে মিছিল নিয়ে ওই নারীরা যান ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে। সেখান থেকে তাঁকে নিয়ে আসেন পরিষদে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ৪ জানুয়ারি রাত ৮টার দিকে যদুবয়রা ইউপি চত্বরে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে স্লোগান দেওয়া হয়। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানার নেতৃত্বে এ কেক কাটা হয়। পরে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়। ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে রাত ৯টার দিকে চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেন। পরদিন ইউপি কার্যালয় থেকে পরিষদের সচিব, গ্রাম পুলিশের সদস্য ও সেবাপ্রত্যাশীদের বের করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। ৬ জানুয়ারি প্রশাসনের মধ্যস্থতায় ফটকের তালা খুলে দেন স্থানীয় এক বিএনপি নেতা। চেয়ারম্যানের কক্ষের তালা খোলা হয়নি। এ ঘটনা নিয়ে দৈনিক সমকালে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে দেখা যায়, পরিষদ চত্বরের ভেতর-বাইরে অবস্থান নিয়েছেন নানা বয়সী শত শত নারী। চেয়ারম্যানের কক্ষ পরিচ্ছন্নতার কাজ করছেন গ্রাম পুলিশের এক সদস্য। পরিষদের বারান্দায় বসে জন্মনিবন্ধনের সনদে সই করছেন চেয়ারম্যান মিজানুর রহমান। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন নারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী এ সময় বলেন, মিথ্যা দোষে একটি পক্ষ চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়েছিল। সে জন্য চেয়ারম্যানকে পথে-ঘাটে, বনে-বাগানে বসে মানুষের প্রয়োজনীয় কাগজপত্রে সই করতে হচ্ছিল। অনেকে পরিষদে এসে ফিরে যাচ্ছিলেন। এতে জনগণকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সে জন্য তারা হাতুড়ি দিয়ে কার্যালয়ের তালা ভেঙেছেন। পরে চেয়ারম্যানকে বাড়ি থেকে পরিষদে ডেকে এনেছেন।

যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ বলেন, পরিষদের বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া আছে। সরকারের কাছে তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।

যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে থাকা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ষড়যন্ত্র করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ছুটির রাতে পরিষদ চত্বরে ছাত্রলীগের কেক কেটেছিল। সে জন্য বিএনপির লোকজন কার্যালয়ে তালা লাগিয়েছিলেন। এতে জনগণের ভোগান্তি হচ্ছিল। তাই সোমবার শত শত সেবাপ্রত্যাশী নারী তালা ভেঙে দেন। পরে তাঁকে বাড়ি থেকে পরিষদে নিয়ে এসেছেন। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

কয়েকশ নারী একসঙ্গে এসে কার্যালয়ের তালা ভাঙার সংবাদ পরিষদের সচিবের কাছ থেকে পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, পরিষদের ঘটনায় দুটি লিখিত অভিযোগ পেয়েছেন। এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা পেলে তা বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদন শিগগিরই শিরোনাম ‘একেবারেই সহজ ছিলো না তবে আমরা এখন বিবাহিত’ শিরোনাম লেস্টার ছেড়ে নতুন গন্তব্যে বাংলাদেশের হামজা শিরোনাম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু শিরোনাম জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার শিরোনাম ১২ কেজি এলপিজির দাম বাড়লো