৮০ বছরের অভিনেতা ও ইয়েওং সু’র বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগঃ ছবি সংগ্রহীত
‘স্কুইড গেম’ খ্যাত ৮০ বছর বয়সী অভিনেতা ও ইয়েওং সু’র বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়ার নির্দেশ দিয়েছে।"
"ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৭ সালে এক নারীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। এই খবর প্রকাশের পর তার অনুরাগীরা স্তম্ভিত হয়েছেন।"
"অভিযোগকারী নারী জানিয়েছেন, ও ইয়েওং সু তাকে নাটক দলেরই এক নতুন অভিনেত্রী হিসেবে যৌন হেনস্থা করেছিলেন, ফলে প্রতিদিন তার কর্মক্ষেত্রে আতঙ্কে কাটছিল। ভুক্তভোগীর আইনজীবী আদালতে এই অভিযোগের শক্ত প্রমাণও উপস্থাপন করেন।"
"এদিকে, এই অভিযোগের বিরুদ্ধে ও ইয়েওং সু বেফাঁস মন্তব্য করেন। তিনি জানান, 'আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি', তবে একই সঙ্গে তিনি বলেন, 'এই বয়সে যৌন হেনস্তার জন্য আদালতে দাঁড়িয়ে লজ্জাবোধ করছি, যদি আমার কাজ ভুল হয়ে থাকে, তার ফল আমি মেনে নেব।'"
"২০১৭ সালে, অভিনেতা ও ইয়েওং সু অভিযোগকারিণীকে তার বাসভবনের কাছে জোর করে জড়িয়ে ধরে চুম্বন করেছিলেন। তবে, এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।"
"আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে প্রথমে দুই বছরের প্রবেশন পিরিয়ড সহ আট মাসের কারাদণ্ড দেয়। তবে, শেষ পর্যন্ত তার সাজা এক বছরের কারাদণ্ডে উন্নীত করা হয়েছে।"
"এই আপিল মামলার চূড়ান্ত রায় আগামী ৩ জুন ঘোষণা করা হবে।"
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News