ছবি সংগ্রহীত
বলিউডে এখন এক নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে সালমান খান এবং রাশমিকা মান্দানার যুগলবন্দী। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে তাদের ছবি ‘সিকান্দার’। ছবির মাধ্যমে একসাথে পর্দায় আসতে যাচ্ছেন এই দুই তারকা, যেখানে সালমান খান ৫৯ বছর বয়সী, অন্যদিকে রাশমিকা মান্দানা মাত্র ২৮ বছরের।
তাদের বয়সের পার্থক্য নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শোনা যাচ্ছে নেটিজেনদের মধ্যে। সামাজিক মাধ্যমেও এই রোম্যান্স নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে, এসব বিতর্কের মধ্যে এক ফ্রেমে ধরা পড়েছেন সালমান খান, আমির খান এবং ছবির পরিচালক এ আর মুরুগাদোস।
একটি ভাইরাল ভিডিওতে তিনজনের মাঝে দেখা যায়, তারা বসে ছবির প্রসঙ্গে আড্ডা দিচ্ছেন। এই আড্ডার মাঝে সালমান খান রাশমিকার কাজের প্রতি তাঁর প্রশংসা জানিয়ে বলেন, "রাশমিকা আমাকে আমার ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আমি ভীষণ মুগ্ধ তার পরিশ্রম এবং নিষ্ঠা দেখে। তার কাজ সত্যিই দারুণ!"
এদিকে, ‘সিকান্দার’-এর ট্রেলার লঞ্চের সময় এক সাংবাদিক সালমান খানকে প্রশ্ন করেন, রাশমিকা এবং তার বয়সের পার্থক্য নিয়ে ট্রোলিং সম্পর্কে। উত্তরে কিছুটা বিরক্ত হয়ে সালমান বলেন, "৩১ বছরের পার্থক্য নিয়ে সবাই কথা বলছে। কিন্তু নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, এবং ওর পরিবারেরও কোনো আপত্তি না থাকে, তাহলে আপনাদের সমস্যা কি? যখন ওর বিয়ে হবে, সন্তান হবে, আমি তখনও তাদের সঙ্গেও কাজ করব। আর তার স্বামীর অনুমতি ঠিকই পাব, চিন্তা করবেন না!"
সালমান খানের এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছেই, এবং ‘সিকান্দার’-এর মুক্তির দিনগুলোতে এটি আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News