ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪
সবারকথা ডেস্ক :
Publish : 08:02 AM, 01 July 2024.
Digital Solutions Ltd

কখন মানুষ কোরআন ভুলে যাবে?

Publish : 08:02 AM, 01 July 2024.
কখন মানুষ কোরআন ভুলে যাবে?

ছবি : সংগৃহীত

সবারকথা ডেস্ক :

এমন একটা দিন আসবে,যখন আল্লাহ পৃথিবী থেকে তুলে নিবে মহাগ্রন্থ আল কোরআন। ১৪শত বছর আগে জিবরাইল  (আ:) মহানবী (স:) এর কাছে নিয়ে আসে পবিত্র আল-কুরআন।

২৩ বছর ধরে আস্তে আস্তে নাজিল হয়েছে আল কুরআন।কুরআন মাজিদ নাজিল হওয়া থেকে এখন পর্যন্ত এর একটাও অঙ্কর বা একটা নুকতাও অপরিবর্তিত রয়েছে এবং পৃথিবী ধ্বংশ হওয়ার আগ পর্যন্ত অপরিবর্তিত থাকবে।এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চিই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। তবে এমন একটা সময় আসবে তখন মানুষ কোরআনকে ভুলে যাবে।  

পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কোরআনের কথা ভাববে, বা কুরআন নিয়ে আলোচনা করবে,তখন আল্লাহ এই পৃথিবী থেকে কোরআন তুলে নেবেন, এবং এর পরই ইসরাফিল (আ) সিংগাই ফু দেবে. আরে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে পৃথিবীতে কোন মুমিন মানুষ থাকবে না, কেয়ামত আসবে পৃথিবী নিকৃষ্ট মানুষের উপর। আনাস ইবনে মালেক রাঃ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেন কেয়ামত শুরু হবে না যতক্ষণ না পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে না যে বলবে আল্লাহু আল্লাহু। অর্থাৎ কিয়ামতের আগে সব বিশ্বাসীরা মারা যাবে।

আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন, আল্লাহ ইয়ামিন থেকে একটা মৃদু বায়ু প্রবাহিত করবেন, সে বাতাস মসৃণ হবে, এবং যার মনে এক বিন্দু পরিমাণ পর্যন্ত ইমান থাকবে এ  বাতাসে সে শান্তির মৃত্যুবরণ করবে।

এরপরই আল্লাহ তায়ালা আল কুরআনকে পৃথিবী থেকে তুলে নেবেন।মানুষের অন্তর থেকে, পৃথিবীর সব মুদ্রিত বই পৃষ্ঠা থেকে কোরআনের সব অক্ষর উঠে যাবে। এমন লোক থাকবে যারা একসময় হয়তো কোরআনের কোন আয়াত বা সূরা অথবা সূরার অংশবিশেষ জানত কিন্তু, তারা ঈমানদার ছিল না তাদের অন্তর থেকেও মুছে যাবে কোরআন। তারা কোনোভাবেই কোরআনের কোন অক্ষর মনে করতে পারবেনা। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসুদ রা: থেকে বর্ণিত কোন এক রাতে কিছু একটা আসবে এবং সে কোরআনকে তুলে নিয়ে যাবে, এরপর মুসাদ বা মানুষের অন্তর কোথাও একটা আয়াতের অক্ষরও থাকবে না। অর্থাৎ পৃথিবীতে কোন মুসলিম থাকবে না, কোরআন তুলে নেওয়া হবে এবং কাবাঘর ধ্বংস করে ফেলা হবে।তখন পৃথিবীতে থাকবে নিকৃষ্টতম মানুষ, যারা প্রায় পশুর মত জীবন যাপন করতে থাকবে, এর পরবর্তীতেই কোন এক সময় আল্লাহ তায়ালা ইসরাফিল আ: কে নিজে বলবেন সিঙ্গায় ফু দেওয়ার জন্য। আর সেই সিঙ্গার শব্দে পুরো পৃথিবী কেঁপে উঠবে। গ্রহ নক্ষত্র কক্ষচুত্য হবে। সূর্য নিভে যাবে, আকাশ হয়ে যাবে অন্ধকার, আর মানুষের ওপর নেমে আসবে ভয়াবহ কেয়ামত।

 

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ শিরোনাম মেঘনায় মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার শিরোনাম বিশেষ বিধান জারি: ব্যাংক নিরীক্ষায় নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান শিরোনাম রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার শিরোনাম ব্যাট হাতে জ্যোতির নতুন ইতিহাস শিরোনাম বিপিএলের উদ্বোধন আজ, সু‌রের মূর্ছনা ছড়াতে মুখিয়ে ফাতেহ আলী