শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে সরাসরি প্রাণনাশের হুমকি
বলিউড সুপারস্টার সালমান খান আবারও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এবার শুটিং ফ্লোরে ঢুকে ২৬ বছর বয়সী এক যুবক সরাসরি তাকে হত্যার হুমকি দেয়। তবে ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষীরা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, অভিযুক্ত যুবক নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন। তবে নিরাপত্তার কারণে সালমান খানের কাছে পৌঁছাতে পারেননি তিনি। দূর থেকেই এই হুমকি দেন।
ঘটনার পর সালমান খান এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, শুটিং ভেন্যুতে ঢোকার সময় বাধা পেয়ে রাগের মাথায় ওই যুবক এই ধরনের বক্তব্য দেন।
সালমান খান দীর্ঘদিন ধরেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন। বিশেষ করে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার পর থেকে গ্যাংয়ের পক্ষ থেকে একের পর এক হুমকি পাচ্ছেন তিনি। সম্প্রতি প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর এই হুমকির মাত্রা আরও বেড়েছে।
সালমান খানের নিরাপত্তা আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে, তবে এই ঘটনা বলিউডে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News