ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক :
Publish : 09:38 PM, 08 December 2024.
Digital Solutions Ltd

ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে

Publish : 09:38 PM, 08 December 2024.
ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে

ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে

বিনোদন ডেস্ক :

২০০৭ সালের জনপ্রিয় টিভি সিরিজ ছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। এ নাটকের মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন টিভি পর্দায়। যেমনটা এর আগে এভাবে সম্ভব হয়নি।

‘৪২০’ নাটকের গল্পে দেখা যায় দুই ভাইকে, যারা গ্রামে চুরি করত। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। এক সময় দু’জন মসজিদের দানবাক্স চুরি করে ঢাকায় চলে আসে বেশি টাকা-পয়সা স্বর্ণ-অলংকার অর্জনের আশায়। কিন্তু এখানে দেখে সব পাকা বাড়ি! সিঁদ কেটে এখানে চুরির পথ নেই। রাজধানীতে এসে নিরুপায় হয়ে ঘটনাক্রমে তারা জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য! সেই গল্পের রেশ ধরে প্রায় ১৩ বছর পর নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায় ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে।

গত শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘৮৪০’-এর ট্রেলার নির্মাতা নিজেই শেয়ার করেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে; যার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটি মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটি কোন সাহসে বানালাম?’’

ফারুকীর পোস্ট করা ভিডিও দেখে জানা গেছে, তাঁর নতুন প্রকল্পটির নাম ‘৮৪০’। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’।’’

তিন মিনিট ৬ সেকেন্ডের এই পলিটিক্যাল স্যাটায়ারের ট্রেলারটি প্রচারের পর প্রশংসা পাচ্ছে ভক্তদের। সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এই কনটেন্টের ট্রেলারে দেখা মিলেছে মারজুক রাসেল, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ বিভিন্ন পরিচিত মুখের।

ফারুকীর ‘৮৪০’ কোথায় দেখানো হবে, কোন ফরম্যাটে দেখানো হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ শিরোনাম মেঘনায় মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার শিরোনাম বিশেষ বিধান জারি: ব্যাংক নিরীক্ষায় নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান শিরোনাম রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার শিরোনাম ব্যাট হাতে জ্যোতির নতুন ইতিহাস শিরোনাম বিপিএলের উদ্বোধন আজ, সু‌রের মূর্ছনা ছড়াতে মুখিয়ে ফাতেহ আলী