বিদেশে উন্নত চিকিৎসার জন্য তিন দেশের ভিসা পেয়েছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য সৌদি আরব, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। সবকিছু সঠিক থাকলে দ্রুতই তিনি বিদেশে চিকিৎসার জন্য ঢাকা ছাড়বেন।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া চিকিৎসার আগে বা পরে সৌদি আরবে ওমরাহ পালন করতে পারেন। এ জন্য তিনি সৌদি ভিসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর তিনি সেখানে ছেলে তারেক রহমানসহ পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে লিভারের জটিল চিকিৎসার জন্য যাবেন।
প্রথমে তাকে লন্ডনে নেওয়া হলেও পরে যুক্তরাষ্ট্রের একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। সেখানে তার লিভারের জটিল সমস্যার সমাধানে বিশেষায়িত চিকিৎসা হবে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি সমস্যা, ডায়াবেটিস, ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীনে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News