ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
Publish : 07:29 AM, 23 December 2024.
Digital Solutions Ltd

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

Publish : 07:29 AM, 23 December 2024.
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

নিজস্ব প্রতিবেদক :

২০২৫ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মতামত দিয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের সহযোগী ১২ দলীয় জোটের নেতারা। তাদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে তা বিভিন্ন কারণে আরও বিলম্বিত হতে পারে। এই জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করা অত্যাবশ্যক।

বৈঠক ও আলোচনার বিস্তারিত

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জোট নেতারা তাদের মতামত তুলে ধরেন। বিএনপির পক্ষ থেকে নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং জানানো হয় যে তাদের মতামত স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হবে। নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “আমরা ১২ দলীয় জোট নেতাদের সঙ্গে আলোচনা করেছি। সমমনা জোটসহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব এবং তা আপনাদের জানাব।”

জোট নেতাদের প্রতিক্রিয়া

জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, “দীর্ঘ বৈঠকের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটিতে এ বিষয়ে আলোচনা হবে।”

১২ দলীয় জোট নেতা শাহাদাত হোসেন সেলিম বলেন, “আমরা আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি এবং আমাদের মতামত বিএনপিকে জানিয়েছি।”

জোটের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের সবার অভিমত হলো, ২০২৫ সালের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে হবে। ২০২৬ সালে তা গড়ালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিভিন্ন ইস্যুতে কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, যা স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে।”

নেতৃবৃন্দের উপস্থিতি

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং ১২ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ, যেমন মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, ড. গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

বৈঠক থেকে স্পষ্ট হয় যে, ১২ দলীয় জোট ও বিএনপি উভয়েই ২০২৫ সালের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও আলোচনা এবং সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ শিরোনাম মেঘনায় মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার শিরোনাম বিশেষ বিধান জারি: ব্যাংক নিরীক্ষায় নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান শিরোনাম রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার শিরোনাম ব্যাট হাতে জ্যোতির নতুন ইতিহাস শিরোনাম বিপিএলের উদ্বোধন আজ, সু‌রের মূর্ছনা ছড়াতে মুখিয়ে ফাতেহ আলী