ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৭ জনের
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৬ জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা এখন ৯৬,২২৮ জন।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন, ময়মনসিংহের একজন এবং রাজশাহীর একজন রয়েছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩১, চট্টগ্রাম বিভাগে ৬৭, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬, ঢাকা উত্তর সিটিতে ৯৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনায় ৭২, রাজশাহীতে ৩২, ময়মনসিংহে ২০, রংপুরে ৮ এবং সিলেটে ২ জন রোগী রয়েছেন।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬,২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩.১০% পুরুষ এবং ৩৬.৯০% নারী। একই সময়ে ৫২৯ জন মারা গেছেন, যাদের মধ্যে ৫১.৬০% নারী এবং ৪৮.৪০% পুরুষ।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে, এবং ২০২৩ সালের জুন থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩,২১,১৭৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যার মধ্যে ঢাকা শহরে ১,১০,০৮ জন এবং ঢাকার বাইরে ২,১১,১৭১ জন চিকিৎসা নিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News