রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল : শেষ দিনে প্রিয়াঙ্কা এলেন সিলভার গাউনে, চমকে দিলেন জনি ডেপ
এবারের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শুরু থেকেই ছিল নারী শক্তির প্রতি বাড়তি ফোকাস। উৎসবের দ্বিতীয় দিনটি ছিল নারীদের জন্য। ওই দিনটির জন্য ‘উইমেন ইন সিনেমা’ নামেও ছিল একটি বিশেষ পর্ব। দিনটিতে ফেস্টিভ্যালে আলো ছড়িয়েছেন মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোনের মতো তারকারা।
এ ছাড়াও হাজির ছিলেন জ্যাসিকা আলভা, জুলিয়ান আলেকজান্দ্রা, ফরাসি অভিনেত্রী মেলানি লরেন্ট, বলিউডের কারিনা কাপুর, মিশরীয় মডেল তারা ইমাদ, সৌদি অভিনেত্রী ইদা আল কুসায়সহ আরও অনেকে। ফলে উৎসবের শেষ দিন পর্যন্ত নারী তারকাদের ঝলমলে উপস্থিতি চোখে পড়েছে সুক থেকে জেদ্দা কালচারাল স্কয়ারের সব খানেই। তার মানে এই নয় যে পুরুষ তারকাদের উপস্থিতি কম ছিল।
উৎসবের একেবারে সমাপনী দিনে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। সিলভার গাউন শরীরে জড়িয়ে উৎসবের মূল ভেন্যুতে স্বামী নিককে নিয়ে হাজির হন তিনি। মঞ্চে উঠে জানিয়ে দিলেন অনেক বিরতি হয়েছে। এবার তাকে ফিরতে হবে। বলিউডে কাজের জন্য এখনও তিনি মুখিয়ে থাকেন বলেও জানালেন।
তার ভাষ্য, আমি আবার কিছু করতে চাইছি। আমি ভারতে শেষ সিনেমা করেছি প্রায় ছয়, সাত বছর আগে। পরের বছর আশা করছি কিছু করব। সত্যিই কিছু করব। কারণ আমি নাচ মিস করি, আমি ভাষা মিস করি, ভারতীয় সংস্কৃতি মিস করি। আমি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কলাকুশলীদের সঙ্গে কাজ করে বড় হয়েছি তাদের সঙ্গে কাজ করা মিস করি।
ফেস্টিভ্যালের চতুর্থ সংস্করণের সমাপনী অনুষ্ঠানে প্রিয়াঙ্কা আরও বলেন, আমি বলিউড ছেড়ে হলিউডে যাইনি। সবসময় উভয় ভারসাম্য ছিল আমার মধ্যে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কারণ খুব কম মানুষই হলিউড-বলিউডে একসঙ্গে কাজ করতে পারে। আর এটা নিয়ে আমি খুব গর্বিত।
রেড সির বিদায়ী রাতে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন হলিউড তারকা জনি ডেপ। উৎসবের সমাপনী দিনে ‘মোদী’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে হাজির হয়েছিলেন তিনি। সাদা শার্টের উপর কালো ব্লেজারে আর মাথায় লম্বা চুলে হাজির হয়েই সবার উদ্দেশ্যে চুমু ছড়িয়ে দেন এই তারকা। এরপর সৌদি সরকারকে ধন্যবাদ জানান সিনেমা নিয়ে এতো বড় পাগলামি করার জন্য। সঙ্গে জনি ডেপ প্রত্যাশা করেন শিগগিরই এই আয়োজন বিশ্ব ফিল্মের সেরা আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News