ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক :
Publish : 08:15 AM, 22 December 2024.
Digital Solutions Ltd

অবশেষে জামিন পেলেন আল্লু অর্জুন

Publish : 08:15 AM, 22 December 2024.
অবশেষে জামিন পেলেন আল্লু অর্জুন

অবশেষে জামিন পেলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক :

অবশেষে ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এর আগে অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। পরে আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হাইকোর্ট বলেছেন যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তার। এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

তবে কিছু শর্তও দেওয়া হয়েছে এ অভিনেতাকে। মামলা থেকে পুরোপুরি মুক্তি পাননি তিনি। জানা গেছে, আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। তাই ভবিষ্যতে মামলার কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনে তাকে আবারও তলব করা হতে পারে।

প্রসঙ্গত, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ এর প্রিমিয়ারে গত ৪ ডিসেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের মৃত্যু হয়। আর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ ছিল আগেই। আর এর জন্যই আল্লুকে গ্রেপ্তার করা হয়। অনেকে বলছেন, প্রিমিয়ার শোতে আল্লুকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে সেটির দায় কী করে তারকার ওপর আসে? 

এদিকে পুলিশ বলছে, ৪ তারিখের সেই অনুষ্ঠানে আল্লু অর্জুনের উপস্থিত হওয়ার কথা ছিল না। হঠাৎ কাউকে না জানিয়ে আসার কারণে মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়েছিল। এ বিষয়ে হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, আগাম খবর না দিয়েই প্রিমিয়ার শোতে এসেছিলেন আল্লু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে, জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশও।

অপরদিকে মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা টু’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১ হাজার ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার এই সিনেমা।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ শিরোনাম মেঘনায় মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার শিরোনাম বিশেষ বিধান জারি: ব্যাংক নিরীক্ষায় নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান শিরোনাম রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার শিরোনাম ব্যাট হাতে জ্যোতির নতুন ইতিহাস শিরোনাম বিপিএলের উদ্বোধন আজ, সু‌রের মূর্ছনা ছড়াতে মুখিয়ে ফাতেহ আলী