দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক
পুত্রসন্তানের পর এবার কন্যা সন্তানের মা হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। গতকাল শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খুশির খবর দেন নায়িকা ও তার প্রযোজক স্বামী নিসপাল সিংহ রানে। বড়দিনের আগেই মল্লিক পরিবারে বড় খবর। স্বাভাবিকভাবেই খুশির জোয়ার বইছে রানে পরিবারেও লক্ষ্মী এলো ঘরে এলো বলে।
দুর্গাপূজার সময় প্রথম প্রকাশ্যে আসে ফের মা হচ্ছেন রুপালি পর্দার ‘মিতিন মাসি’। তখন থেকেই যেন রঞ্জিত মল্লিক এবং রানে পরিবারে ‘কাউন্ট ডাউন’ শুরু। অধীর অপেক্ষায় ছিলেন নায়িকার অনুরাগীরাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যা সন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলা শোবিজ জগতে আনন্দের জোয়ার ও উচ্ছ্বাস দেখা যায়। প্রযোজক-অভিনেতা জিৎ কোয়েলের কন্যা সন্তানের হওয়ার খবর উচ্ছ্বাস করেন। নিসপাল-কোয়েলের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তার অধিকাংশ হিট ছবির নায়িকাকে।
একইভাবে সমাজমাধ্যমে খুশি ছড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি লিখেছেন, ‘আমি খুব খুশি। কন্যাসন্তানের গর্বে গর্বিত মা-বাবাকে আন্তরিক শুভেচ্ছা। আর সবে যে পৃথিবীতে এলো সেই সদ্যোজাত কন্যাকে এক রাশ ভালোবাসা, আশীর্বাদ।
শুভেচ্ছা জানানোর তালিকায় অভিনেত্রী মিমি চক্রবর্তী, প্রযোজক মহেন্দ্র সোনি, গায়িকা আকৃতি কক্কর, অভিনেত্রী ইশা সাহা, ঐন্দ্রিলা সেন, ঋদ্ধিমা সেন রয়েছেন।
এ বছর দেবীপক্ষের শুরুতেই দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন নায়িকা। তাদের পরিবার বড় হচ্ছে। দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লেখেন, ‘পরিবার বড় হতে চলেছে। শিগগিরই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’
২০২০ সালে করোনা মহামারিতে মে মাসে কোয়েলের পুত্র কবীরের জন্ম। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম ঠিক করেন। অনুরাগীদের সঙ্গে সেই নাম ভাগ করে নেন কোয়েল। ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা কোয়েল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News