নীল সাগরের পাড়ে ‘মধুর মুহূর্ত’ উপভোগ করছেন তাহসান-রোজা
নতুন বছরের শুরুতেই সবাইকে চমকে দিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ে করেছেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। বর্তমানে এই নতুন দম্পতি মালদ্বীপে হানিমুনে সময় কাটাচ্ছেন। তাদের রোমাঞ্চকর মুহূর্তগুলো ছবি ও ভিডিওতে প্রকাশিত হওয়ায় তা স্পষ্ট হয়ে উঠেছে।
যদিও তাহসান নিজে কোনো ছবি শেয়ার করেননি, তবে তার স্ত্রী রোজা আহমেদ শেয়ার করেছেন দারুণ কিছু ছবি ও ভিডিও। সেসব ছবিতে ফুটে উঠেছে তাদের ভালোবাসায় ভরা এক ‘মধুর অধ্যায়’। মালদ্বীপের নীল জলরাশির পাড়ে সময় কাটাতে ব্যস্ত এই জুটি। ছবিগুলোতে স্পষ্ট তাদের রোম্যান্টিক মেজাজ আর ভালোবাসার উচ্ছ্বাস।
ছবির এক ফ্রেমে দেখা যায়, সমুদ্রের বালুকাময় তীরে দাঁড়িয়ে আছেন রোজা। লাল গাউনে সাগরের পাড় থেকে হাত বাড়িয়ে তাকিয়েছেন তিনি। আর সেই মুহূর্তে ক্যামেরাবন্দি করেন তাহসান। অন্য ছবিতে দেখা যায়, লাল শার্ট পরে স্ত্রী রোজার সঙ্গে মিল রেখে ফ্রেমে বন্দি হয়েছেন তাহসান। পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, "জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে। এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমনই ঐশ্বরিক।"
তাহসান-রোজার এই রোম্যান্টিক ছবি ও পোস্ট নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের। ভক্ত-অনুরাগীরা তাদের ভালোবাসার প্রকাশে মুগ্ধ হয়ে প্রশংসা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রোজা আহমেদের গলায় মালা পরিয়ে দেন তাহসান। পরবর্তীতে, ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News