ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 10:57 PM, 14 January 2025.
Digital Solutions Ltd

যুক্তরাষ্ট্রে দাবানল : লস অ্যাঞ্জেলেস যেন ‘যুদ্ধক্ষেত্র’

Publish : 10:57 PM, 14 January 2025.
যুক্তরাষ্ট্রে দাবানল : লস অ্যাঞ্জেলেস যেন ‘যুদ্ধক্ষেত্র’

যুক্তরাষ্ট্রে দাবানল : লস অ্যাঞ্জেলেস যেন ‘যুদ্ধক্ষেত্র’

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের এক সপ্তাহ পার হলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এখনও যে চারটি দাবানল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার মধ্যে দুটি অনেকটাই অপ্রতিরোধ্য। ছোট আরও দুটি দাবানল সক্রিয় আছে। এগুলো নেভাতে কাজ করছেন অগ্নিনির্বাপককর্মীরা। পাশাপাশি আকাশ থেকে পানি ও রাসায়নিক নিক্ষেপ করে আগুন নেভানোর কাজও চলছে। বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে কর্মীদের। অনেকে অবসর ভেঙে আগুন নেভাতে মাঠে নেমেছেন। প্রতিবেশী কানাডা ও মেক্সিকো সহায়তায় কর্মী পাঠিয়েছে। কিন্তু সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ঝোড়ো বাতাস।

যুক্তরাষ্ট্রের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বাতাসে দাবানলের গতি আরও বাড়তে পারে, ছড়াতে পারে নতুন এলাকায়। এরই মধ্যে ১০ হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।   

আবহাওয়া পূর্বাভাসের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বিবিসি জানায়, ‘সান্তা আনা’ নামে পরিচিত ভয়ানক ওই বাতাসের গতি ৭০ মাইল ছাড়িয়ে যেতে পারে। এতে বিস্ফোরণের গতিতে আগুন ছড়িয়ে পড়তে পারে। স্থানীয় সময় মঙ্গলবারই এ পরিস্থিতি দেখা দিতে পারে। এরই মধ্যে আগুনে বিশ্বের অন্যতম ধনাঢ্য এলাকাটির বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বলেন, তারা প্রস্তুত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ জন নিহত ও ২৩ জন নিখোঁজ আছেন। পুলিশ বলছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। নতুন করে আরও ৯০ হাজার বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে।

সিএনএনের সাবেক প্রযোজক ডেভ ওয়াটারফল বলেন, তিনি সাধারণত অন্য মানুষের দুর্ভোগ দেখে অভ্যস্ত। কিন্তু কখনও ভাবেননি, যে এলাকায় থাকেন সেখানে এভাবে দুর্যোগ নেমে আসবে। লস অ্যাঞ্জেলেসের শান্তা মনিকা থেকে স্ত্রী ও দুই সন্তানসহ তাঁকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আকাশে বিমান উড়ছে, অগ্নিনির্বাপণ কর্মীরা লড়ে চলেছেন জমিনে। ডেভ বলেন, এটা যেন প্রকৃত অর্থে যুদ্ধক্ষেত্র।

প্যাসিফিক প্যালেডসের বাড়িতে প্রতিদিন পিয়ানো বাজাতেন হারিয়াত গ্লেসার। বাড়িতে ছিল ৫০টি শিল্পকর্মও। দাবানলে সব পুড়ে গেছে। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। এ সুযোগে অনেকে ব্যস্ত হয়ে পড়েছে চুরি ও লুটপাটে। দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় চুরি ও লুটপাটের ঘটনায় নতুন করে আরও ১০ জনকে আটক করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোচম্যান জানান, তিনজনের বিরুদ্ধে ২ লাখ ডলারেরও বেশি মালপত্র লুটের অভিযোগ রয়েছে। গত কয়েক দিনে লুটপাটের অভিযোগে ৩৯ জনকে আটক করা হলো।  

পুলিশ বলছে, ক্ষতিগ্রস্ত এলাকায় লুটপাট চালাতে অনেকে ছদ্মবেশের আশ্রয় নিচ্ছে। আটকদের মধ্যে দু’জন দমকলকর্মী সেজে লুট করতে গিয়েছিল। চুরি ও লুটপাট ঠেকাতে আক্রান্ত এলাকায় নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, ‘মালিবু এলাকায় আমি একজনকে দেখলাম একেবারে দমকলকর্মীর মতো। তিনি বসে ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছেন কিনা। বুঝতেই পারিনি, তাকে হ্যান্ডকাফ পরাতে হবে। আমরা তাকে পুলিশে দিয়েছি। তিনি দমকলকর্মীর পোশাক পরে ছিলেন, যদিও বাহিনীর কর্মী নন।’ 

সূত্র জানায়, প্যালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট ও আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এর মধ্যে সবচেয়ে বড় তাণ্ডব ঘটাচ্ছে প্যালিসেডস ও ইটন ফায়ার। এগুলো ক্রমেই নতুন নতুন এলাকায় ছাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রশাসক ডিয়ানে ক্রিসওয়েল বলেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। তিনি বলেন, অনেকেই নিজ এলাকায় ফিরতে চাচ্ছেন; ঘরবাড়ির অবস্থা দেখতে চাচ্ছেন। তবে বাতাস আরও বাড়লে আপনি জানেন না যে, কোন পথে সরে যেতে হবে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নারায়ণগঞ্জে কুন কারখানায় ভয়াবহ আগুন শিরোনাম জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা : তারেক রহমানও খালাস শিরোনাম জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : সাজা থেকে খালাস খালেদা জিয়া শিরোনাম হাসপাতাল থেকে যাবেন তারেক রহমানের বাসায় : হুইলচেয়ার ছাড়াই হাঁটছেন খালেদা জিয়া শিরোনাম সকালে উচ্ছেদ বিকেলে দখল শিরোনাম বাড়তে পারে মিটারহীন আবাসিক গ্যাসের দাম