নতুন বছরে প্রযুক্তি ব্র্যান্ডের নতুন সব মডেলের আত্মপ্রকাশ সামনে আসবে। ইতোমধ্যে আসতে শুরু করেছে নতুন সব মডেলের বার্তা।
তবে আগ্রহের কেন্দ্রে থাকে বাজেট শর্ত।
নতুন স্মার্টফোন মডেল নোট ৬০এক্স উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। মডেলের বহুল আলোচিত ফিচার হচ্ছে ড্রপ প্রটেকশন ফিচার। টানা ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে ডিভাইসটি ব্যবহার করতে পারবেন গ্রাহক। ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার। পূর্ণ চার্জে টানা ৪৮ দিন সচল থাকে বলে জানানো হয়।
নির্মাতা সূত্রে জানা গেছে, বিশেষ বৈশিষ্ট্য ‘আর্মরশেল’ প্রটেকশন ফিচারে থাকছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যার মধ্যে টেকসই ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো ও শক প্রতিরোধক সার্কিট বোর্ড অন্যতম। অভ্যন্তরীণ সিলিং ও ইঞ্জিনিয়ারিং অংশ, যা হ্যান্ডসেটের হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধুলা-ময়লা থেকে হ্যান্ডসেটের সুরক্ষা নিশ্চিত করবে।
ডিসপ্লে ৬ দশমিক ৭ ইঞ্চি।
ফলে সূর্যের উজ্জ্বল আলোতে নির্বিঘ্নে কাজ করা যায়। আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে প্রদর্শন করে। ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক হয়।
অক্টাকোর প্রসেসর যুক্ত থাকায় মাল্টিটাস্কিং সহজ হয়। ওজনে হালকা আর গড়নে পাতলা।
৪ জিবি ও ৮ জিবি ডায়নামিক র্যাম ও ৬৪ জিবি রম। মডেলটি মূলত বাজেটবান্ধব সিরিজ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News