ছবি সংগৃহীত
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিমান দুর্ঘটনার মাত্র এক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় সতর্কবার্তা ব্যাপক ভাইরাল হয়। ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামে ভেরিফায়েড একটি ফেসবুক পেজে প্রকাশিত সেই পোস্টে বলা হয়েছিল, “একটি স্কুল ভবন ধসে পড়বে, বহু শিশু প্রাণ হারাবে।” দুর্ঘটনার পর পেজটি আরও একটি পোস্ট করে সতর্কবার্তা দিয়েছিলো, যা জনমনে ভয় ও প্রশ্নের স্রোত সৃষ্টি করে।
তবে এই পোস্টকে ঘিরে নানা গুজব ছড়ালেও, দেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা দ্রুত অনুসন্ধান চালিয়ে জানাচ্ছেন—এই পেজটির পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক অনলাইন বেটিং ও স্ক্যামিং চক্র। প্রোবফ্লাই আইটি’র ফাউন্ডার আব্দুল্লাহ আল ইমরান নিশ্চিত করেছেন, পেজটি চারজন ব্যক্তি চালাতেন, যার মধ্যে দুইজন নাইজেরিয়ান, একজন আমেরিকান এবং অপরজনের পরিচয় অজানা। তারা গুজব ও আতঙ্ক ছড়িয়ে বেটিং সাইট ও স্ক্যাম প্রচার করতেন।
বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক মাধ্যমে এই ধরনের প্রতারণা জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করে, যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ইতোমধ্যে ওই ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেক সম্পাদক কদরুদ্দিন শিশির বলেন, এই পেজটি কোনো আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ‘অ্যানোনিমাস’ এর অংশ নয়, বরং একটি প্রতারণামূলক অনলাইন জুয়ার প্রচারণার মাধ্যম ছিল।
সরকারি ও সাইবার সুরক্ষা কর্তৃপক্ষের তৎপরতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের অসাধু কার্যকলাপ রোধের দাবি বিশেষজ্ঞদের। তারা নাগরিকদের অনুরোধ করেছেন, গুজবের প্রতি বিশ্বাস না করে বিশ্বস্ত সংবাদমাধ্যম ও অফিসিয়াল সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে।
মাইলস্টোন দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনলাইন নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন এখন আগের চেয়ে অনেক বেশি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News