আ.লীগ রাজনৈতিক দল নয়, খুনের সিন্ডিকেট চক্র
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি খুনের সিন্ডিকেট চক্র। তাদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, আগে জুলাই-আগস্টে গণহত্যার বিচার, পরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন। দেশপ্রেমিক হলে আসেন, বিচার মোকাবিলা করুন। আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন। আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন।
জামায়াত আমির বলেন, জুলাই-আগস্টে শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে বেঁচে আছেন। তারা এখন জিন্দা শহীদ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News