প্রকল্পের অর্থ আত্মসাৎ: রাজশাহীর সাবেক এমপি কালামের বিরুদ্ধে মামলা
রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থ আত্মসাতের অভিযোগে গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা করেন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন। আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদের এমপি ছিলেন। এর আগে তিনি তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন।
মামলার অন্য আসামিরা হলেন– রাজশাহীর পবা থানার সমসাদীপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও ঠিকাদার খালেদ মোহাম্মদ সেলিম, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের ও তাহেরপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক।
মামলার এজাহারে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার জন্য তাহেরপুর পৌর এলাকায় অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ ও শহররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলেছে। কিন্তু আসামিরা কাজ যথাযথভাবে না করে, প্রকল্প বাস্তবায়ন হয়েছে দেখিয়ে ৩৩ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেন।
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা পাঁচ মামলায় গত ৩ অক্টোবর সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পর থেকে আদালতের আদেশে তিনি কারাগারে আছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News