দাপুটে জয়ে সমতায় ফিরল বাংলাদেশ
বিশ্বকাপে সরাসরি টিকিট কাটতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে অন্তত ২টি ওয়ানডে জিততে হবে বাংলাদেশ নারী দলকে। কিন্তু প্রথমটি হেরে সেই পথ কিছুটা কঠিন করে ফেলছিলেন নিগার সুলতানার জ্যোতির দল। অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে ৬০ রানের দাপুটে জয়ে আশা বাঁচাল টাইগ্রেসরা।
সেন্ট কিটসের ওয়ার্নর পার্কে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৪ রান করে। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারালেও হাল ধরেন অধিনায়ক নিগার। তিনি ১২০ বলে ৫টি চারে ৬৮ রান করেন। এছাড়া সোবহানা মোস্তারি ২৩ ও স্বর্ণা আক্তার ২১ রান করেন।
উইন্ডিজ বোলারদের মধ্যে কারিশমা রামহারাক ৪টি ও আলিয়াহ অ্যালিয়েন ৩টি উইকেট পান।
বাংলাদেশেরে দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে স্বাগতিক ব্যাটাররা। সর্বোচ্চ ২৮ রান করেন শেমাইন ক্যাম্পেবেল।
নাহিদা আক্তার ৩টি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট দখল করেন মারুফা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News