সাবেক ২ প্রতিমন্ত্রী ও এক এমপির বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও মো. জাকির হোসেন এবং সাবেক এক এমপির বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তারা কমিশনের ঢাকা-১ কার্যালয়ে আলাদাভাবে মামলাগুলো দায়ের করেন।
এজাহার থেকে জানা যায়, ৫ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা হয়। তাঁর নামের ৯টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৩২ টাকা জমা এবং ৯ কোটি ৯৯ লাখ টাকা উত্তোলন করা হয়, যা অস্বাভাবিক।
জাকির হোসেনের বিরুদ্ধে ১২ কোটি ৮১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। তিনি নিজ নামের ৯টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৬ লাখ টাকা জমা এবং ১২ কোটি ৮৯ লাখ টাকা উত্তোলন করে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।
এ ছাড়া কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সরওয়ার জাহান ও তাঁর স্ত্রী মাহমুদা সিদ্দিকার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। সরওয়ারের বিরুদ্ধে অভিযোগ ৪ কোটি ২০ লাখ ৭২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের। তিনি নিজ নামের ছয়টি ব্যাংক হিসাবে ৫ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা জমা করেন। উত্তোলন করেন ৫ কোটি ৬৮ লাখ ৯২ হাজার টাকা। মোট ১১ কোটি ৩৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।
মাহমুদা সিদ্দিকার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর নামে সম্পদ রাখায় সরওয়ার জাহানকেও এ মামলায় আসামি করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News