ছবি সংগ্রহীত
কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে গত বৃহস্পতিবার রাতে পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেন। ঘটনার সূত্রপাত হয়, যখন সাদ্দামের টর্চের আলো এমরানের চোখে পড়লে তিনি ক্ষিপ্ত হয়ে সঙ্গীদের নিয়ে হামলা চালান।
স্থানীয়দের মতে, সাদ্দাম হোসেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন এবং রাতের বেলায় বাড়ি ফিরছিলেন। সেসময় তার টর্চের আলো এমরানের চোখে পড়লে তিনি তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর তিনি দলবল নিয়ে সাদ্দামের বাড়িতে হামলা চালান।
এ হামলায় সাদ্দাম, তার স্ত্রী এবং মা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার শিকার পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন জানান, ‘‘বৃহস্পতিবার রাতে আমি টর্চের আলো দিয়ে বাড়ি ফিরছিলাম। ওই সময় এমরান হোসেন ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমার ওপর হামলা করেন।’’
ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেন পলাতক রয়েছেন এবং তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা বেলাল জানিয়েছেন, এমরানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে।
লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ‘‘এ হামলায় সাদ্দামসহ তার পরিবারের তিনজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার সঙ্গে জড়িত এমরান হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
এদিকে, পুলিশ ও স্থানীয় প্রশাসন হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের উপর এই হামলা এলাকায় আতঙ্ক তৈরি করেছে এবং স্থানীয়রা এর সুষ্ঠু বিচার দাবি করছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News