ছবি সংগ্রহীত
পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বদরপুর কালভার্টের কাছে বাসচাপায় নিহত হয়েছেন আনসার কমান্ডার জাহাঙ্গীর আলম (৫০)। শনিবার (৫ এপ্রিল) ভোরে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার সময় তিনি রেশন নিয়ে নিজ বাড়ি ভোলায় যাচ্ছিলেন।
জাহাঙ্গীর আলম ভোলা সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্র রুরাল নারিনকো পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরএনপিএল) ৬০ আনসার সদস্যের কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মী মো. সোলাইমান জানান, জাহাঙ্গীর আলম ছুটিতে বাড়ি ফেরার জন্য রেশনের মালামাল নিয়ে মোটরসাইকেলে ভোলার উদ্দেশে রওনা দেন। কিন্তু পথের মধ্যে বদরপুর এলাকায় বাসচাপায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশের সাব-ইন্সপেক্টর মাহবুব আলম জানান, সকালে সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, "আনসার কমান্ডার জাহাঙ্গীর আলম রেশনের মালামাল নিয়ে মোটরসাইকেল যোগে কলাপাড়ার কর্মস্থল থেকে ছুটিতে ভোলার বাড়িতে যাচ্ছিলেন। বদরপুর কালভার্টের কাছে পৌঁছালে তিনি ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান এবং একটি চলন্ত বাস তাকে চাপা দেয়।" সুরাতল রিপোর্টে তার বুকের ওপর দিয়ে বাসের চাকা চলে যাওয়ার আলামত পাওয়া গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে আসে। নিহতের সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, ঘাতক বাসটির শনাক্তকরণের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনার তদন্ত এখনও চলছে এবং পুলিশ দুর্ঘটনার সাথে জড়িত বাসটির চালককে ধরার চেষ্টা করছে।
জাহাঙ্গীর আলমের অকাল মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News