ছবি সংগ্রহীত
গোপালগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং ঈদ পরবর্তী সময়ের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গত শুক্রবার (৪ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১ লাখ ১২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এই অভিযান চলে, যার মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলা, ঘোনা পাড়া ও পুলিশ লাইন মোড়, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়, মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এবং কোটালীপাড়া উপজেলার মহুয়া মোড়ে অভিযান চালানো হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি বিভিন্ন পরিবহনে ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ পার্কিং এবং যাত্রীদের হয়রানি বিষয়ে অভিযান পরিচালনা করেন। এর ফলস্বরূপ সাতটি পরিবহনকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী ও কাশিয়ানী উপজেলার নির্বাহী অফিসার ফারজানা জান্নাতসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযানে অংশ নেন এবং ১৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মহুয়া মোড়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক ১১টি পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের জন্য ১১ হাজার ৯ শত টাকা জরিমানা করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং যাত্রীদের হয়রানি রোধ করতে এ ধরনের অভিযান চলতে থাকবে। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নির্দেশনায় সড়ক পরিবহন আইনের আওতায় এই অভিযান অব্যাহত থাকবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News