ছবি সংগ্রহীত
বরিশালের ঐতিহাসিক দুর্গাসাগরে এবারও সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুইশো বছরের ঐতিহ্যবাহী এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পূন্যার্থী অংশ নিয়েছেন। শনিবার (৫ এপ্রিল) ভোরে শুরু হয়ে এই স্নান উৎসব সূর্যাস্ত পর্যন্ত চলবে। উৎসবের উপলক্ষ্যে দীঘির পাড়ে বসেছে এক বিশাল মেলা, যেখানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।
দুর্গাসাগরের এই স্নান উৎসব মূলত চন্দ্রদ্বীপ রাজা দুর্গাবতির নামে খনন করা দিঘীটিতে অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহ্বায়ক দিলীপ দাস জানিয়েছেন, এই উৎসব দুশো বছরেরও পুরোনো এবং চন্দ্রদ্বীপ রাজা দুর্গাবতির নামে খনন করা দিঘীতে স্নান করেই পূণ্য লাভ করা হয়। এবারের স্নান উৎসব এবং মেলা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার ফলে পূন্যার্থীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে উৎসবে অংশ নিতে পারছেন।
স্বর্ণালী শিকদার নামে এক পূন্যার্থী জানিয়েছেন, তিনি প্রতিবছর এই অষ্টমী স্নানে অংশ নিতে বরিশালে আসেন। ছোটবেলা থেকেই তিনি এখানে স্নান উৎসবে যোগ দিতেন এবং মেলায় অংশ নিতেন, এখনো মনের টানে এসে এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দেন।
তবে, মেলায় আসা শাখা বিক্রেতা বাবুল দত্ত জানিয়েছেন, এবার বিক্রি কিছুটা কম হয়েছে। তিনি বলেন, “আমরা ঝালকাঠী থেকে পাঁচজন শাখা বিক্রি করতে এসেছি, তবে এবারের লোক সংখ্যা কিছুটা কম মনে হচ্ছে।”
এদিকে, দুর্গাসাগরে এই ঐতিহ্যবাহী স্নান উৎসব দেশের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের কাছে এক বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা চলতি বছরে আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News