ছবি : সংগৃহীত
সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের নতুন ধারা ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়ার এই কৌশল রুখতে বড় পদক্ষেপ নিয়েছে ভারতের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। ইতোমধ্যে সন্দেহজনক ১,৭০০ স্কাইপ আইডি ও ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
এর পাশাপাশি, এই প্রতারণা সম্পর্কে জনগণকে সচেতন করতে নতুন কর্মসূচি চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডিজিটাল অ্যারেস্ট’ ঠেকাতে সচেতনতামূলক প্রচারণা শুরু করা হবে।
এ বিষয়ে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, গত ১০ মাসে এই প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষ প্রায় ২,১৪০ কোটি টাকা হারিয়েছে। থাইল্যান্ড, হংকং, লাওসসহ একাধিক দেশের প্রতারক চক্র ভারতে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছে।
তদন্তে ইডি প্রায় ১৫৯ কোটি টাকার অবৈধ লেনদেনের সন্ধান পেয়েছে, যা পুরোটাই ‘ডিজিটাল অ্যারেস্ট’ কৌশলের মাধ্যমে হয়েছে। ইতোমধ্যে প্রতারণা চক্রের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, ১১৫তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রতারকরা ফোনে এমন পরিস্থিতি তৈরি করে যে মানুষ ভয় পেয়ে যায়। বলা হয়, ‘এখনই কাজটি করো, নয়তো গ্রেপ্তার করা হবে।’ এটি পুরোপুরি প্রতারণা।”
তিনি নাগরিকদের পরামর্শ দেন, এমন কোনো ফোনকল পেলে অযথা ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখতে এবং সম্ভাব্য প্রমাণ হিসেবে সেই কল রেকর্ড করার।
‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতিরোধে নেওয়া এই পদক্ষেপগুলো সাইবার অপরাধ রোধে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News