স্মার্টফোনের অবস্থানের তথ্য গোপন রাখতে অ্যান্ড্রয়েডে নতুন সুবিধা
আমরা যেখানেই যাই না কেন, স্মার্টফোন নিয়মিত আমাদের অবস্থান শনাক্ত করতে থাকে। তাই আমরা কবে কখন কোথায় অবস্থান করেছি, এটা কেউ না জানলেও আমাদের সঙ্গে থাকা স্মার্টফোন কিন্তু ঠিকই জানে।
এ সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই স্মার্টফোনে লোকেশন সুবিধা বন্ধ রাখেন; কিন্তু লোকেশন সুবিধা বন্ধ থাকলেও গোপনে ব্লুটুথ ট্র্যাকার যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির স্মার্টফোনের অবস্থানের তথ্য জানা যায়। এ সমস্যা সমাধানে এবার নিজেদের ‘আননোন ট্র্যাকার অ্যালার্ট’ সুবিধা হালনাগাদ করেছে গুগল।
গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধা চালুর ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলা স্মার্টফোনে কোনো ব্লুটুথ ট্র্যাকার যুক্ত থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি আশপাশে থাকা এয়ার ট্যাগ, ফাইন্ড মাই ডিভাইস ট্র্যাকার থাকলে, সেগুলোর তথ্যও জানা যাবে। ফলে কেউ গোপনে স্মার্টফোনের অবস্থানের তথ্য জানতে পারবেন না।
ফাইন্ড নিয়ারবাই সুবিধার মাধ্যমেই ‘ফাইন্ড মাই ডিভাইস’ প্রযুক্তি সমর্থন করা অপরিচিত যেকোনো ব্লুটুথ ট্র্যাকার শনাক্ত করা যাবে। শুধু তাই নয়, ট্র্যাকারের অবস্থান শনাক্তের পাশাপাশি নিষ্ক্রিয় করার দিকনির্দেশনাও পাওয়া যাবে। অপরিচিত ট্র্যাকার শনাক্ত হলে গুগল ২৪ ঘণ্টার জন্য ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কে অবস্থানের তথ্য পাঠানো বন্ধ রাখবে। ফলে অপরিচিত কোনো ব্যক্তি গোপনে স্মার্টফোন ব্যবহারকারীদের সর্বশেষ অবস্থানের তথ্য জানতে পারবে না।
সম্প্রতি ব্লুটুথ ট্র্যাকার যন্ত্রের অপব্যবহারের ঘটনা বেড়েছে। শুধু তাই নয়, এসব ট্র্যাকার ব্যবহার করে নজরদারি চালানোর অভিযোগও রয়েছে। তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন এ সুবিধা যুক্ত করেছে গুগল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News