ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
Publish : 10:18 PM, 13 January 2025.
Digital Solutions Ltd

সড়কে নেমে চাঁদাবাজির প্রতিবাদ

Publish : 10:18 PM, 13 January 2025.
সড়কে নেমে চাঁদাবাজির প্রতিবাদ

সড়কে নেমে চাঁদাবাজির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :

ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়সহ নানা অভিযোগ এনে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত ভ্যানচালকরা। গতকাল রোববার দুপুরে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ভ্যান রেখে তারা দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। এ সময় তারা চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে নানা স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নগরজুড়ে তীব্র যানজট দেখা দেয়। 

রোববর দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত ভ্যানচালকরা শুরুতে চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। পরে তারা চলে যান চাষাঢ়া গোলচত্বরে। সেখানে এলোপাতাড়ি ভ্যান রেখে সড়ক অবরোধ করেন। নারায়ণগঞ্জ ব্যাটারিচালিত ভ্যান মালিক-শ্রমিক সংহতির ব্যানারে সেখানে মানববন্ধনে মিলিত হন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে যোগ দেন গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের জেলা শাখার নেতাকর্মীরা। 

আব্দুস সালাম নামের একজন ভ্যানচালক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যাটারিচালিত ভ্যানচালকদের কাছ থেকে মাসে ৫০০ টাকা করে চাঁদা নেওয়া হতো। গত ৫ আগস্টের পর চালকরা ওই চাঁদা দেওয়া বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা এখন ভ্যান আটক করছেন। জরিমানার নামে এক হাজার টাকা করে চাঁদা আদায় করছে পুলিশ।

এ ছাড়া নানাভাবে হয়রানি অভিযোগ তুলে অন্য ভ্যানচালকরা অবিলম্বে ট্রাফিক পুলিশের এই চাঁদাবাজি বন্ধের দাবি জানান। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন জানান, ভ্যানচালকরা নিম্ন আয়ের মানুষ। তারা পরিশ্রম করে নানা পণ্য পরিবহন করেন। কিন্তু ট্রাফিক পুলিশ নানা অজুহাতে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। পুলিশের এ ধরনের চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। 

এদিকে ভ্যানচালকদের অবরোধে শহরে তীব্র যানজট দেখা দেয়। সংবাদ পেয়ে সেখানে আসেন নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ। এ সময় তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাঁর সঙ্গে কিছুক্ষণ বাদানুবাদ হয় ভ্যানচালক নেতাদের। পরবর্তী সময়ে তাঁর অনুরোধে ভ্যানচালকরা সড়ক অবরোধ তুলে নেন। 

এ বিষয়ে রোববার রাত ১০টার দিকে সমকালের সঙ্গে কথা হয় নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগরের। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ট্রাফিক পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সভায় বসেছেন। এসব অভিযোগ তদন্তে একটি কমিটি হতে পারে। কমিটির সদস্যরাই ঘটনাগুলোর তদন্ত করবেন। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে বিভাগীর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।  

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মরুর বুকে বার্সার রূপকথা শিরোনাম বায়িনদিরের বীরত্বে ম্যানইউর বিজয়গাথা শিরোনাম মামলায় আটকা প্রথম বিভাগ হকি শিরোনাম নামে-বেনামে রয়েছে কয়েকশ কোটি টাকা : মাদকরাজ্যের গডফাদার ফারুকের ভাঙা হাট শিরোনাম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস : প্রচণ্ড বাতাসে দাবানল আরও ভয়ংকর শিরোনাম খসড়া নীতিমালা চূড়ান্ত : পর্যায়ে ভাতার আওতায় আসছে গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতরা