ঢাকা, ০৯ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 04:55 AM, 25 March 2025.
Digital Solutions Ltd

"সচিবালয়ে শ্রমিক মিছিলের ওপর পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষে আহত ৩"

Publish : 04:55 AM, 25 March 2025.

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

"ঈদের আগে বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের একটি মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। আজ (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে শ্রমিকরা শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু প্রেস ক্লাবের সামনে পৌঁছাতেই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, শ্রমিকদের মিছিল সামনে এগিয়ে আসতে দেখে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের রুখে দেয়। এক পর্যায়ে শ্রমিকরা সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারশেল ব্যবহার করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে, তিন দিন ধরে শ্রম ভবনের সামনে বকেয়া পরিশোধের দাবিতে অবস্থানরত শ্রমিকরা আজ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। কিন্তু তারা পুলিশের বাধা অতিক্রম করতে না পেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ বলছে, শ্রমিকরা ইটপাটকেল ছুড়তে থাকায় তাদের নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ারশেল ও লাঠিচার্জ করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, ‘শ্রমিকরা পুলিশের ব্যারিকেড থেকে দূরে গিয়ে আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের ডিসপাচ করা হয়েছে।’

এছাড়া, শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ‘শ্রমিকদের সচিবালয় সড়কে ঢুকতে বাধা দেওয়া হলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে, যার ফলে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, তবে সংঘর্ষের ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।"

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কাতার সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, আর্থনা শীর্ষ সম্মেলনে অংশ নেবেন শিরোনাম জামায়াত কর্মীকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠির চাঁদকাঠি চৌমাথা সড়কে মাটির স্তুপ ও ময়লার ভোগান্তি দুর্ঘটনার ঝুঁকিতে এলাকাবাসী ও চালকরা শিরোনাম ভারতের নতুন সিদ্ধান্তে বাংলাদেশি বাণিজ্যে নতুন শঙ্কা শিরোনাম তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ শিরোনাম বনানীতে অচেতন বৃদ্ধ উদ্ধার, পরিচয় জানেন কি আপনি?