শরীয়তপুরের বোমা কুদ্দুস ২ দিনের রিমান্ডেঃ ছবি সংগ্রহীত
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে শত শত হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মরিয়ম আক্তার নিপা এই রায় প্রদান করেন। এর আগে, পুলিশ কুদ্দুস বেপারীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে।
গত ৫ এপ্রিল শরীয়তপুরের বিলাসপুরে আওয়ামী লীগ নেতা কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় শত শত হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে ১৬ জন আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুদ্দুস বেপারীসহ ৮৮ জনের নাম উল্লেখ করে কাদিরা থানায় মামলা দায়ের করে। পরদিন, ৬ এপ্রিল র্যাব ৮-এর সদস্যরা ঢাকা থেকে কুদ্দুস বেপারীকে আটক করে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এ ঘটনার পর পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসন ঘটনাটির গুরুত্বকে সামনে রেখে তদন্তে নেমেছে, যাতে এই ধরনের সংঘর্ষের পুনরাবৃত্তি রোধ করা যায়।
আসামি কুদ্দুস বেপারী এখনও জেল হাজতে থাকলেও তার বিরুদ্ধে আরও তদন্ত চলমান থাকবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News