ছবি সংগ্রহীত
ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি নাইটক্লাবের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটেছে। রাজধানী সান্তো ডোমিঙ্গোয় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনা ঘটে, যেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮। পাশাপাশি আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ছিলেন প্রাদেশিক গভর্নর নেলসি ক্রুজ এবং সাবেক মেজর লীগ বেসবল পিচার অক্টাভিও ডোটেল। ডোটেল ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। এছাড়াও, এই ঘটনায় জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজও আটকা পড়েছিলেন, তবে তার অবস্থা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছিল যখন জেট সেট নাইটক্লাবে রুবি পেরেজের কনসার্ট চলছিল। ক্লাবের ভেতরে প্রায় ৪০০ মানুষ উপস্থিত ছিলেন, এবং ধারণা করা হচ্ছে, এই সময়েই ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করতে এখনও ৪০০ এরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।
ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের (সিওই) পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ বেঁচে আছেন বলে তার ধারণা। উদ্ধার কাজ অব্যাহত থাকলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি সতর্কতা প্রকাশ করেছেন।
এদিকে, ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনাদার নিহতদের প্রতি শোক জানিয়ে বলেছেন, এই ঘটনায় মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও নিহত হয়েছেন। নেলসি ক্রুজ ছিলেন সাবেক মেজর লীগ বেসবল অল-স্টার নেলসন ক্রুজের বোন।
ক্লাবটির ভেতরে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, গানের তালে নাচছেন কিছু মানুষ এবং মঞ্চের সামনে বসে থাকা লোকজন। তবে, নাইটক্লাবটির ছাদ ধসে পড়ার কারণ এখনও পরিষ্কার নয়, এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দেশটির প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News