ছবি সংগ্রহীত
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় বুধবার (৯ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে।
সাক্ষাৎকালে, পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং পাকিস্তান টেলিভিশন (পিটিভি), পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর মধ্যে সমঝোতা স্মারক সইয়ের আগ্রহ প্রকাশ করেন।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পাকিস্তানে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করার বিষয়ে পাকিস্তান সরকারের সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের মিডিয়া সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ এবং তথ্য উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির।
এ বৈঠকটি বাংলাদেশের ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক এবং মিডিয়া সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News