ছবি সংগ্রহীত
ঝালকাঠির ব্রাক মোড় থেকে চাঁদকাঠি চৌমাথা সড়কে চলাচল এখন যেন এক দুঃস্বপ্ন। পৌরসভার খাল খনন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ালের পাশে দীর্ঘদিন ধরে পড়ে আছে বিশাল মাটির স্তুপ, যা দখল করে রেখেছে রাস্তার প্রায় অর্ধেক অংশ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাক মোড় থেকে চাঁদকাঠি চৌমাথা পর্যন্ত রাস্তার পাশে খাল খনন শেষে পৌরসভার পক্ষ থেকে সেই খননকৃত মাটি এনে ফেলা হয়। শুরুতে তা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তীতে তা রাস্তায় ছড়িয়ে পড়ে। বর্তমানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে বিপরীত দিক থেকে আসা দুইটি গাড়ির একসাথে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে যানজট লেগেই থাকছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, শুধু মাটিই নয়—বিভিন্ন স্থান থেকে এনে ফেলা হচ্ছে আবর্জনাও। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। সৃষ্টি হয়েছে অসহনীয় পরিবেশ, যা শিশু থেকে বৃদ্ধ—সকলের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। একজন ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, “আমরা চাই, এখানে আর ময়লা ফেলা না হোক। সেইসঙ্গে দ্রুত এই মাটিগুলো সরিয়ে রাস্তা স্বাভাবিক করা হোক।” একজন অটোচালক জানান, “এইখান দিয়া চলা খুব কষ্ট। দুইটা গাড়ি একসাথে চললে অটো থামায়া দিতে হয়। আরেকটু হলেই দুর্ঘটনা হয়।”
এলাকাবাসী পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি দ্রুত গুরুত্ব সহকারে বিবেচনার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান, নাগরিক দুর্ভোগ নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। অন্যথায় ভোগান্তির পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News