ঢাকা, ০৬ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 12:08 AM, 05 April 2025.
Digital Solutions Ltd

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, সদরঘাটে লঞ্চযাত্রীদের ভিড়

Publish : 12:08 AM, 05 April 2025.
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, সদরঘাটে লঞ্চযাত্রীদের ভিড়

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই রাজধানী ঢাকার লঞ্চঘাটগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে, বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ।

এদিন সদরঘাটসহ দেশের অন্যান্য লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বেশি ছিল। ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে আজ প্রথম কর্মদিবস, তাই রাজধানীতে ফিরতে শুরু করেছে ব্যাপক সংখ্যক মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, আগামীকালও একই ধরনের ভিড় থাকবে।

বিআইডব্লিটিএ কর্মকর্তারা জানান, আজ সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ ঢাকায় পৌঁছেছে এবং সবগুলো লঞ্চ যাত্রীদের নিয়ে আবার দ্রুত দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ফিরে গেছে। লঞ্চযাত্রীরা টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে ওঠার জন্য ভোগান্তিতে পড়েছেন।

এদিকে, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে লঞ্চযাত্রীর সংখ্যা কিছুটা কমলেও, ঈদের ছুটির শেষ দিনে অতিরিক্ত চাপের কারণে সদরঘাটে যানবাহন পাওয়া নিয়ে দুর্ভোগ তৈরি হয়েছে। কিছু মানুষ এখনও গ্রামের বাড়ি ফেরার জন্য ঢাকা ছাড়ছে, তবে শহরের যানজট তুলনামূলকভাবে কম।

এই পরিস্থিতিতে বিআইডব্লিটিএ সূত্র জানাচ্ছে, ঢাকার সদরঘাটসহ অন্যান্য নৌরুটে শতাধিক লঞ্চ নিয়মিত চলাচল করছে। বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা অনুযায়ী চলাচল করছে, তবে সাধারণ সময়ে লঞ্চগুলো বাই রোটেশন তালিকা অনুসারে চলাচল করে থাকে।

এছাড়া, লঞ্চ কর্মীরা জানান, ঈদের আগের দুই দিন এবং ছুটির শেষ দুই দিন শুক্রবার ও শনিবারে এমন চাপ থাকাটা স্বাভাবিক। তবে, গত দুই দিনের তুলনায় আজ ভিড় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে।

সব মিলিয়ে, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, এবং এই যাত্রা আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বৈষম্যবিরোধী আন্দোলন: আওয়ামীপন্থি ৮৩ আইনজীবীর জামিন নামঞ্জুর শিরোনাম ‘সিআইডি’ থেকে বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন, ভাঙলো দর্শকদের মন! শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে খাদে, ২৫ যাত্রী আহত শিরোনাম গাজার গণহত্যার বিরুদ্ধে সারজিসের আহ্বান: রাজপথে নামবে ছাত্রজনতা শিরোনাম ইসরায়েল ব্রিটিশ দুই এমপিকে আটক, ব্রিটেনের তীব্র নিন্দা শিরোনাম "গাইবান্ধায় বিয়েবাড়িতে পুলিশ সদস্যদের ওপর হামলা, সেনাবাহিনী উদ্ধার করল ওসিসহ পুলিশকে"