ছবি সংগ্রহীত
রাজধানীর পল্লবী এলাকার কালশী ফ্লাইওভারে গত শুক্রবার (৪ এপ্রিল) রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। জানা গেছে, প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে একজন মোটরসাইকেল চালক মো. তোফাজ্জল (২০) এবং অপরজন রিয়াদ গাজী (১৮)।
তথ্য মতে, তোফাজ্জল মানিকদি এলাকার ইএলএফ চাইল্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন, আর রিয়াদ চাঁদপুরের একটি মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তারা দুজনই মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন এবং কালশী ফ্লাইওভারে পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তোফাজ্জল ফ্লাইওভারের ওপরে ছিটকে পড়েন, এবং রিয়াদ ফ্লাইওভার থেকে প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান।
নিহতদের পরিবারের সদস্যরা তাদের মরদেহ শনাক্ত করেছেন। তোফাজ্জলের বড় ভাই মো. নাঈম জানান, তার ভাই গত রাতে ঘুরতে বের হয়েছিল এবং দুর্ঘটনায় মারা যায়। অন্যদিকে, রিয়াদের মামা আবুল খায়ের জানান, রিয়াদ চাঁদপুর থেকে ঢাকায় বেড়াতে এসে এই দুর্ঘটনায় প্রাণ হারান।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান এ বিষয়ে জানান, রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ডিওএইচএস থেকে মোটরসাইকেল নিয়ে কালশী ফ্লাইওভারে উঠেছিল এই দুই যুবক। সেখানে তাদের মোটরসাইকেলটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খায়। এরপর পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান, তবে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক থানা হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News