ছবি সংগ্রহীত
ভোলায় অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগে দুটি লঞ্চকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক করা হয় ঢাকাগামী দোয়েল পাখি-১০ এবং মজুচৌধুরী ঘাটগামী খিজির-৫ লঞ্চ দুটি। অতিরিক্ত যাত্রী নেওয়ার দায়ে প্রতিটি লঞ্চকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, ঘাটে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগে ভোলা শহরের ইলিশা লঞ্চঘাট ও সি ট্রাক ঘাটের ইজারাদারকে আটক করে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে কোস্ট গার্ডের সদস্যরা সহায়তা করেন।
ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ জানিয়েছেন, ঈদের ছুটির পর হাজারো যাত্রী কর্মস্থলে ফিরছেন। কিন্তু অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকায়, লঞ্চ মালিকদের সতর্ক করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া, ঘাটে টিকিটের দাম বেশি নেওয়ার বিষয়েও তদন্ত চলছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে মালিকদের সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
এই অভিযান চলমান থাকবে, যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং নিয়ম-নীতির লঙ্ঘন বন্ধ করা যায়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News