ছবি সংগ্রহীত
ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের ওপর বর্বর ইসরাইলি বাহিনীর নির্যাতন ও গণহত্যার বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নুসরাত তাসমিহা।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফিলিস্তিনে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বর্বরতার অবসান ঘটানোর আহ্বান জানান।
নেত্রী নুসরাত তাসমিহা বলেন, "ইসরাইলি বাহিনীর এই গণহত্যা বিশ্বের বিবেককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আমরা ছাত্রদল সর্বদা নির্যাতিত মানুষের পাশে আছি।"
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা বিশ্ব সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন দ্রুত এই সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দ্বাবি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News