ছবি সংগ্রহীত
ঝালকাঠি শহরে সম্প্রতি ১০ থেকে ১৫টি অটোরিকশা জব্দ করার ঘটনায় স্থানীয় চালকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। তাদের দাবি, পৌরসভা থেকে অতি সীমিত সংখ্যক লাইসেন্স ইস্যু করা হয়েছে, যার বেশিরভাগই প্রকৃত চালকদের হাতে না গিয়ে গেছে অটো ব্যবসায়ীদের কাছে।
চালকদের বক্তব্য, তারা নিয়ম মেনে আবেদন ফরম পূরণ করে জমা দিলেও এখন পর্যন্ত লাইসেন্স পাননি। বরং যাদের কাছে লাইসেন্স আছে, তারা নিজেরা গাড়ি না চালিয়ে ভাড়ায় দেন এবং এই অটো ব্যবসার মাধ্যমে লাভবান হচ্ছেন।
আরও অভিযোগ রয়েছে, অতীতে লাইসেন্স ব্যবসায়ীরা মাসে ২৫০০ টাকা করে লাইসেন্স ভাড়া দিতেন প্রকৃত চালকদের। একজন ব্যবসায়ী ১৫ থেকে ২০টি পর্যন্ত লাইসেন্স নিজের নামে রাখতেন। সাবেক মেয়রের সময় এসব লাইসেন্স বিক্রি হতো ৮০ হাজার থেকে ১ লাখ টাকায়—যা একটি অটোরিকশার দামের চেয়েও বেশি।
বর্তমানে চালকরা পৌর প্রশাসকের কাছে লাইসেন্সের আবেদন জমা দিলেও কোন সাড়া পাচ্ছেন না। উল্টো তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়, সেই অটো রিকশাগুলো আটকে রাখা হয়েছে। চালকদের মধ্যে অনেকে পুরনো গাড়ি ব্যবহার করছেন, যেগুলোর শোরুম পেপার নেই, তবে বৈধ ক্রয়দলিল আছে বলেই জানান তারা।
চালকরা এই পরিস্থিতির স্থায়ী সমাধান চান এবং দাবি তুলেছেন—লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রকৃত চালকদের অধিকার নিশ্চিত করতে হবে। তা না হলে তাদের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়বে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News