ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কড়াকড়িঃ ছবি সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক এবার ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলোকে ইচ্ছাকৃত ঋণ খেলাপি শনাক্ত করে তাদের তথ্য ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) জমা দিতে হবে। এসব গ্রাহককে ‘উইলফুল ডিফল্ডার’ হিসেবে তালিকাভুক্ত করা হবে।
বুধবার (১৬ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, ব্যাংকগুলোকে যাচাই-বাছাই শেষে নির্দিষ্ট ফরমেটে ইচ্ছাকৃত খেলাপিদের তথ্য সিআইবি-তে রিপোর্ট করতে হবে। একইসঙ্গে গ্রাহককে পত্র প্রদানের সময় এই তথ্য সিআইবি-তেও জমা দিতে হবে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব খেলাপির সংক্রান্ত তথ্য প্রতিটি ত্রৈমাসিকে হালনাগাদ করে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। প্রয়োজনে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের চাহিদা অনুযায়ী দলিলাদিসহ বিস্তারিত তথ্যও সরবরাহ করতে হবে।
উল্লেখ্য, এর আগেই ‘ইচ্ছাকৃত ঋণগ্রহীতা শনাক্তকরণ ও চূড়ান্তকরণ এবং তাদের বিরুদ্ধে গৃহীতব্য ব্যবস্থা’ শীর্ষক একটি প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। তাতে নির্ধারিত হয়, কীভাবে ইচ্ছাকৃত খেলাপিদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যাবে।
চলতি মাস থেকেই এসব খেলাপির তালিকা তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল। একইসঙ্গে, ব্যাংকগুলোকে ‘ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্তকরণ ইউনিট’ গঠন করার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন এই পদক্ষেপের ফলে ইচ্ছাকৃত ঋণ পরিশোধে গড়িমসি করা গ্রাহকদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News