গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলঃ ছবি সংগ্রহীত
আজ (৮ এপ্রিল) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।
বিকেল ৩টা থেকে শাহবাগ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি মৎস্য ভবন, প্রেস ক্লাব পেরিয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। ছাত্রশিবিরের সদস্যরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে স্লোগান দেয় এবং ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেয়।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম সমাবেশে অংশ নিয়ে বলেন, "মুখে গণতন্ত্রের কথা বললেও একটি গোষ্ঠী মুসলিম উম্মাহকে ধ্বংসের পায়তারা করছে।" তিনি ইসরাইলকে একটি জঙ্গিগোষ্ঠী হিসেবে আখ্যা দিয়ে বলেন, "যারা হত্যাযজ্ঞ চালিয়ে একটি জাতিকে নিশ্চিহ্ন করতে চায় তারা কোনও রাষ্ট্র হতে পারে না।"
ইসরাইল এবং তার সহযোগী দেশগুলোর পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিচ্ছিন্ন কিছু জায়গায় বয়কটের নামে দোকানপাটে লুটপাট হচ্ছে, আমরা এগুলো সমর্থন করি না।"
সাদ্দাম আরো ঘোষণা করেন যে, আগামীকাল সারাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাসার ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি হবে। এছাড়া পরশু ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হবে।
এ ধরনের বিক্ষোভ ও কর্মসূচি ছাত্রশিবিরের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে এক শক্তিশালী অবস্থান হিসেবে তুলে ধরা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News