ইসরায়েল ও আমেরিকার পণ্য বয়কটের আহ্বান জানালো ছাত্রশিবিরঃ ছবি সংগ্রহীত
আজ (৮ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগরের শাহবাগ থেকে বায়তুল মোকাররম পর্যন্ত বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি মিছিলে বক্তব্য রাখেন এবং ইসরায়েল ও আমেরিকার পণ্য বয়কটের আহ্বান জানান।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “সারা পৃথিবীজুড়ে মুসলমানরা ইসরায়েল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ থেকেও আমরা দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা আল-আকসা এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আছি। ইসরায়েল ও আমেরিকার পণ্য বয়কট করতে হবে।"
তিনি আরও বলেন, "এছাড়া, মুসলিম উম্মাহর ঐক্যের মাধ্যমে বিশ্বের গণতান্ত্রিক দেশের কর্তৃপক্ষের কাছে এই বাচ্চা, নারী, বৃদ্ধের হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানাচ্ছি।"
এদিকে, শিবিরের নেতারা জানান, এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এবং গাজার উপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে আরও সচেতন করার চেষ্টা করছেন।
আলোচনার পাশাপাশি, শিবিরের নেতারা ইসরায়েল এবং আমেরিকার পণ্য বয়কটের পাশাপাশি এসব দেশের সহযোগীদের বিরুদ্ধে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
এদিকে, ছাত্রশিবিরের অন্যান্য কেন্দ্রীয় নেতারা ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং বাংলাদেশের জনগণকে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে আরও সক্রিয় হওয়ার জন্য উদ্ভুদ্ধ করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News