বংশালে ৫ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ ছবি সংগ্রহীত
রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডে মাকরোশা মাজার এলাকার একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং ১৭ জন আহত হয়েছেন।
আজ সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট এবং লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আরও ২২ মিনিট চেষ্টা চালিয়ে ভোর ৫টা ১২ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, ঘটনায় ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, দ্বিতীয় তলা থেকে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন, যশোর জেলার শার্শা উপজেলার আমিন উদ্দিন (৬৫)। তিনি ওই ভবনের দ্বিতীয় তলায় একটি ফার্নিচার দোকানের ম্যানেজার হিসেবে কাজ করতেন। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে কয়েকজনকে পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মরদেহ মর্গে রাখা হয়েছে এবং তদন্ত চলছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, "এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে।"
এদিকে, স্থানীয় বাসিন্দা ও আহতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News