ছবি সংগৃহীত
বঙ্গোপসাগরে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে প্রাণে বেঁচে ফিরেছেন চট্টগ্রামের বাঁশখালীর জেলে মোরশেদ (২০)। উত্তাল ঢেউ আর ঝড়ের মধ্যে ভাসমান থাকার পর একদল জেলের হাতে তিনি উদ্ধার হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করেছিলেন মোরশেদ। গভীর সমুদ্রে হঠাৎ ট্রলারটি ডুবে গেলে সবাই নিখোঁজ হন। তবে মোরশেদ টানা পাঁচ দিন ভাসতে ভাসতে জীবিত থাকতে সক্ষম হন। এখনো অন্য ১৮ জন জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।
মোরশেদকে উদ্ধার করেন এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান। পরে তাকে এফবি বায়েজিদ ট্রলারে তুলে মৎস্য বন্দর আলীপুরে আনা হয়। এফবি বায়েজিদের মাঝি সিরাজ বলেন, “সমুদ্রের মাঝে ভাসমান অবস্থায় যখন ওকে পেলাম, মনে হচ্ছিল যেন জীবন্ত লাশ। নাম বলতেই অজ্ঞান হয়ে পড়ে। চোখে তখনও ভয় আর বাঁচার আকুতি ছিল। আমরা ভেবেছিলাম হয়তো আর বাঁচবে না, কিন্তু আল্লাহ তাকে হায়াত দিয়েছেন। শরীর পুরো সাদা হয়ে গিয়েছিল পানিতে এতদিন ভেসে থাকার কারণে।”
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ জানান, “যখন তাকে আনা হয়, তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে এবং আশা করি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।”
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, উদ্ধারের সঙ্গে সঙ্গেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুস্থ হয়ে উঠলেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News