ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 03:17 AM, 23 August 2025.
Digital Solutions Ltd

৫ দিন সাগরে ভাসার পর জেলে মোরশেদ প্রাণে বেঁচে ফিরলেন

Publish : 03:17 AM, 23 August 2025.
৫ দিন সাগরে ভাসার পর জেলে মোরশেদ প্রাণে বেঁচে ফিরলেন

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বঙ্গোপসাগরে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে প্রাণে বেঁচে ফিরেছেন চট্টগ্রামের বাঁশখালীর জেলে মোরশেদ (২০)। উত্তাল ঢেউ আর ঝড়ের মধ্যে ভাসমান থাকার পর একদল জেলের হাতে তিনি উদ্ধার হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করেছিলেন মোরশেদ। গভীর সমুদ্রে হঠাৎ ট্রলারটি ডুবে গেলে সবাই নিখোঁজ হন। তবে মোরশেদ টানা পাঁচ দিন ভাসতে ভাসতে জীবিত থাকতে সক্ষম হন। এখনো অন্য ১৮ জন জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

মোরশেদকে উদ্ধার করেন এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান। পরে তাকে এফবি বায়েজিদ ট্রলারে তুলে মৎস্য বন্দর আলীপুরে আনা হয়। এফবি বায়েজিদের মাঝি সিরাজ বলেন, “সমুদ্রের মাঝে ভাসমান অবস্থায় যখন ওকে পেলাম, মনে হচ্ছিল যেন জীবন্ত লাশ। নাম বলতেই অজ্ঞান হয়ে পড়ে। চোখে তখনও ভয় আর বাঁচার আকুতি ছিল। আমরা ভেবেছিলাম হয়তো আর বাঁচবে না, কিন্তু আল্লাহ তাকে হায়াত দিয়েছেন। শরীর পুরো সাদা হয়ে গিয়েছিল পানিতে এতদিন ভেসে থাকার কারণে।”

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ জানান, “যখন তাকে আনা হয়, তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে এবং আশা করি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।”

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, উদ্ধারের সঙ্গে সঙ্গেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুস্থ হয়ে উঠলেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১