ছবি সংগৃহীত
কুমিল্লার তিতাসে ৭ বছর বয়সী শিশু সায়মন ওরফে আরিয়ান হত্যার ঘটনায় আদালত আজ ভগ্নিপতি বিল্লাল পাঠান (৪২)-কে মৃত্যুদণ্ড ও শ্যালিকা শেফালী আক্তার (৪০)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত একইসঙ্গে অর্থদণ্ড ও অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডও প্রদান করেছেন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিল্লাল পাঠান তিতাস উপজেলার বিরামকান্দি পাঠান বাড়ির খেলু পাঠানের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শেফালী আক্তার একই উপজেলার কলাকান্দি উত্তরপাড়া মাষ্টার বাড়ির জামাল মিয়ার স্ত্রী ও বিল্লাল পাঠানের স্ত্রীর বড় বোন।
পুলিশ ও তদন্ত সূত্রে জানা যায়, বিল্লাল পাঠান ও শেফালীর পরকীয়ার সম্পর্ক ছিল। ২০২৩ সালের ১৮ আগস্ট বিকেলে শেফালীর ঘরে অপ্রীতিকর অবস্থায় তাদের দেখে ফেলে শিশু আরিয়ান। এ সময় তারা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং মরদেহ বস্তায় ভরে পাশের কাশবনের বালুতে পুঁতে রাখেন।
ঘটনার পর শিশু আরিয়ান নিখোঁজ হয়ে গেলে তার মা তিতাস থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ২২ আগস্ট শেফালী আক্তারকে ও ৩১ ডিসেম্বর বিল্লাল পাঠানকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে জবানবন্দি দেন।
২০২৪ সালের ৮ অক্টোবর অভিযোগপত্র দাখিলের পর মামলার বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্কের পর আদালত আজ দোষী সাব্যস্ত করে এই রায় দেন। কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকরাম হোসেন এ রায়কে সমাজকে শক্ত বার্তা হিসেবে উল্লেখ করেছেন, “শিশু হত্যা কোনো অপরাধে অপরাধী পার পাবে না।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News