ছবি সংগৃহীত
পাবনার আটঘরিয়ায় মোবাইল চুরি করে পালানোর সময় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয়রা সজীব (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। সজীব একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে জানালা দিয়ে চোরের দল আসাদের ঘরে ঢুকে মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করছিল। এসময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দ্রুত এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোরের দলের অন্য সদস্যরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে সজীব নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীবকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News