ছবি সংগৃহীত
সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করলে তাকে স্বাগত জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।
সাদা পাথর লুটের ঘটনায় পূর্ববর্তী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তার স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সারওয়ার আলম, যিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা ও উপসচিব পদে দায়িত্ব পালন করছিলেন।
সিনিয়র সহকারী সচিব হিসেবে থাকাকালীন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে প্রশংসিত হয়েছেন তিনি। ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে তার কঠোর ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
সিলেটে সাদা পাথর লুট ও চুরির ঘটনায় চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে জেলা প্রশাসক পর্যায়ে এই পরিবর্তন আনা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News