ছবি সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি জানান, “আজ বিকেল সাড়ে ৪টার দিকে নুরুল হক নুর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে তিনি মিডিয়ার সামনে কথা বলতে পারছেন না। এছাড়া তার অন্য একটি হাসপাতালে ভর্তি হওয়ার পরিকল্পনা রয়েছে।”
এর আগে ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নুরুল হক নুর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে শুরু করে পরে কেবিনে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ১৮ দিন ধরে তিনি হাসপাতালে ছিলেন।
স্থানীয় ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নুরুল হক নুরের চিকিৎসা ও দ্রুত সুস্থতা তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেছেন, হাসপাতালে ছাড়পত্র পাওয়ার পর তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবন ও কর্মসূচিতে ফিরে আসবেন।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, নুরুল হক নুরের সুস্থতা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তিনি শিগগিরই স্বাস্থ্যগত কারণে সীমিতভাবে কিছু রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News