ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:20 AM, 18 September 2025.
Digital Solutions Ltd

ববি ছাত্রদলের সাবেক সভাপতি বিরুদ্ধে দুই ঠিকাদারের চেক তোলার অভিযোগ

Publish : 03:20 AM, 18 September 2025.
ববি ছাত্রদলের সাবেক সভাপতি বিরুদ্ধে দুই ঠিকাদারের চেক তোলার অভিযোগ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মাকীন ট্রেডার্স ও ইশতিয়াক সলিউশন নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের বিল ওঠানো নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ-এর বিরুদ্ধে।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে শিক্ষার্থীদের একটি পেইজে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায়, মাকীন ট্রেডার্সের একটি বিল রেজা শরীফ স্বাক্ষর করে তোলেন। অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের অফিসের ওয়াশরুম এবং তৃতীয় তলার কয়েকটি রুম মেরামতের জন্য মেসার্স মাকীন ট্রেডার্সের নামে প্রায় ২ লাখ ৫ হাজার ৫৩৭ টাকার বিল পাশ করা হয়েছিল।

অন্যদিকে, ইশতিয়াক সলিউশনের নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কবি সুফিয়া কামাল হলের রিডিং রুমের থাই পর্টিশন গ্লাসের কাজের ৫৩ হাজার ১৯ টাকার বিল উঠিয়ে নেওয়ার অভিযোগও রেজা শরীফের বিরুদ্ধে উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের একাধিক সূত্র অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তারা উপ-প্রধান প্রকৌশলী মুরশিদ আবেদীনের ভয়ে নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছেন। এমএস মাকীন ট্রেডার্সের বিষয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটি উপ-প্রধান প্রকৌশলী মুরশিদ আবেদীনের ভাইপোর নামে হলেও প্রকৃত নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে আছেন মুরশিদ নিজেই।

রেজা শরীফ বলেন, “মাকিন ভাই আমাকে ফোন করেছিলেন, অর্থ দপ্তরে তার একটি চেক আছে। ক্যাম্পাসে থাকলে সেটি রিসিভ করে সন্ধ্যায় তার কাছে পৌঁছে দিতে হবে। তখন আমার কাছে কোনো সিল ছিল না, পরে সিল এনে স্বাক্ষর করি।”

বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের প্রধান আতিকুর রহমান বলেন, “চেক হস্তান্তর অন্য কাউকে দিলে সিল ও স্বাক্ষর রাখার পর নিশ্চিত হয়ে দিতে হয়। এটি আদর্শ নয়, তবে পরিচিত থাকলে আমরা অনেক সময় অনুমতি দিয়ে দিই।”

উপ-প্রধান প্রকৌশলী মুরশিদ আবেদিন বলেন, “আমাদের কাজ শুধু বিল তৈরি করে অর্থ দপ্তরে পাঠানো। কে চেক তুলছে, তা আমাদের দেখার বিষয় নয়। মাকীন ট্রেডার্স রেজা শরীফের ঠিকাদারি প্রতিষ্ঠান নয়।”

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা সমালোচনা করছেন এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ববি ছাত্রদলের সাবেক সভাপতি বিরুদ্ধে দুই ঠিকাদারের চেক তোলার অভিযোগ শিরোনাম ঝালকাঠিতে খলিফা পরিবারের প্রিয় সদস্য মোহাম্মদ জাফর খলিফার ইন্তেকাল করেছেন শিরোনাম ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে ৬ লাখ টাকা হাতানোর দুই বছর পর প্রতারক গ্রেপ্তার শিরোনাম পাকিস্তান-সৌদি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, ভারতের সতর্ক প্রতিক্রিয়া শিরোনাম চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা শিরোনাম রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেফতার